গত কয়েক বছরের তুলনায় এবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবার কিছুটা আগেই চলে এসেছে। মূলত এ বায়ুর প্রভাবেই বর্ষা মৌসুমের বৃষ্টিপাত শুরু হয় বাংলাদেশে। মৌসুমী বায়ু দেশের প্রায় অর্ধেক অংশ জুড়ে বিস্তৃত হয়েছে এরইমধ্যে। এটি সামনের দিনগুলতে আরো অগ্রসর হয়ে দেশের অন্যান্য অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, এর প্রভাবে এখন থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে। সেই সঙ্গে এই সময়টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকায় ভ্যাপসা গরমও অনুভূত হবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু চলে আসায় ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে এখন থেকে থেমে বৃষ্টি হতে পারে। ২ জুন থেকে বৃষ্টিপাতের পরিমান কিছুটা বাড়তে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগ ও ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।
পরবর্তী দুই দিনে বৃষ্টি ক্রমশ বাড়তে পারে। শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের দুই-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পরদিন রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি বাড়লেও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কিছু দিনে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.