নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। শনিবার (৪ মে) সকালে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার লক্ষীপুর টু নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে উভয় যান খালে পড়ে যায়।
নিহতরা হলেন, লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো.রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনা সদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষীপুরের আমানিয়া গ্রামের মো.আলাউদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, লক্ষ্মীপুরগামী ট্রাক ও চৌমুহনী চৌরাস্তাগামী অটোরিকশার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ট্রাক ও অটোরিকশা সড়ক থেকে ১৫ ফিট নিচে খালে পড়ে যায়। এতে অটোরিকশাচালকসহ ৩ জন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করে। খাল থেকে ট্রাক ও অটোরিকশা উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.