“বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এমন নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে বাংলাদেশ পুলিশের অর্থায়নে বাস্তবিত করতে রোববার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ২নং চাপাঁইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর গোবিন্দপুর এলাকায় ষাটোর্ধ বয়সী স্বামী সন্তান হারা নুরজাহান বেগম (৬৫) বয়সী এক বৃদ্ধাকে ঘর নির্মান করে দিয়েছে বাংলাদেশ পুলিশ।
পরে গৃহহীন ঐ বৃদ্ধার কাছে ঘর হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানা ইনচার্জ আকবর আলী, চাপাইর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু সহ প্রশাসনিক কর্ম কর্তা ও স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রায় ৪৫ বছর আগে মাত্র ১৪ বয়সে একই এলাকার সফিজ উদ্দিনের সাথে বিয়ে হয় ঐ নারীর। বিয়ের ৩ মাস পরেই স্বামী তাকে রেখে চলে যায়। এদিকে অসহায় ঐ নারী দীর্ঘ ৪০ বছর যাবত গৃহহীন হয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। স্বামী সন্তানহারা নুরজাহান বেগমকে শাকিল হোসেন নামের এক স্থানীয় ব্যক্তি তাকে আশ্রয় দেয়।
এক সময় শাকিল হোসেন জানতে পারে যে, প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর প্রদানে সরকারের পাশাপাশি পুলিশের সহযোগিতায় ঘর দেয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে থানার ইনচার্জের সাথে যোগাযোগ করে নুরজাহান বেগমকে পুলিশের সহায়তায় ঘর পেতে সাহায্য করে।
পরে কালিয়াকৈর থানা পুলিশ ২ শতাংশ জায়গার ভিতর ৩ রুম বিশিষ্ট হাফ বিল্ডিং ঘর তৈরে করে হস্তান্তর করে।
নুরজাহান বেগম উপজেলার চাপাইর ইউপির বড় গোবিন্দ পুর এলাকার মৃত রিয়াজ উদ্দিনের মেয়ে তার মায়ের নাম মৃত সুফিয়া বেগম।
এই বিষয়ে ঘর পাওয়া নুরজাহান বেগম জানান আমি দীর্ঘ ৪০ বছর যাবত স্বামী হারিয়ে গৃহহীন অসহায় হয়ে জীবন যাপন করছি মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের সহায়তায় আজ আমি ঘর পাইছি তাই মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।