গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে এসে সড়ক দুর্ঘটনায় রমেস পাল (৮০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকালে ১০:৪০ মিনিটের দিকে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় ফুটওভার ব্রিজের নিচে সড়ক পারাপারের সময় টাঙ্গাইল গামী অজ্ঞাত নামা গাড়ির চাপায় মারাত্মক ভাবে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত ব্যক্তি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মৃত চন্দ্র মোহন পালের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাযায় বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নিতে আসার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মহাসড়কে স্থাপিত ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়ক পার হবার চেষ্টা করলে টাঙ্গাইল গামী একটি অজ্ঞাত নামা গাড়ি চাপাদিয়ে দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।
তার সাথে এসময় তার ভাতিজা পলাশ পাল ছিলেন। ভাতিজা পলাশ পাল জানান, ওনি সিগারেট খাওয়ার কথা বলে সে সড়কের পাশে দোকানে দাঁড়ালে। এদিকে পলাশ পাল আগেই স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসে। পরে কিছুক্ষণ পরে জানতে পারে তার চাচা সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। তিনি আরো জানান, রমেস পাল যদি সড়ক পারাপারের সময় যদি ফুটওভার ব্রিজ দিয়ে পার হতো তাহলে এই সড়ক দুর্ঘটনা ঘটতো না।
এই ঘটনায় কালিয়াকৈর থানার উপ পরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।