কালিয়াকৈরে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০২০ ও ২০২১ অর্থ বছরের উপজেলা পর্যায়ে পৌরসভার উপকার ভোগীদের স্বাস্থ্য সেবা জোরদার করার লক্ষ্যে হেলথ্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা অডিটোরিয়াম হলে নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর থানা ইনচার্জ আকবর আলী, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিনসহ আরো অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, প্রশাসনিক কর্মকর্তারা ও বিভিন্ন নারী সংগঠনসহ স্থানীয় নেতৃবৃন্দ।