গাজীপুরের কালিয়াকৈরে শুক্রবার গবীর রাতে ও শনিবার দুপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি নিহতের ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর গ্রামের মফিজুর রহমানের ছেলে আমিনুর রহমান (২৮),অপর নিহত হলেন নাটোর জেলার লালপুর থানার বড় ময়না এলাকায় আসান আলীর মেয়ে মর্জিনা বেগম(৩৫)।
পুলিশ ও এলাকাবাসি জানায়, শনিবার দুপুরে কালিয়াকৈর বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের সৈয়দপুর এলাকায় বেপরােয়া গতিতে মটর সাইকেল চালিয়ে আমিনুর রহমান নামে এক মাটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত হলেন কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর গ্রামের মফিজুর রহমানের ছেলে আমিনুর রহমান (২৮)।অপরদিক গত শুক্রবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নিশ্চিত্মপুর এলাকায় রাস্তা পাড়াপাড় হওয়ার সময় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ঘটনা স্থলে মর্জিনা বেগম নামে এক গামেন্টস শ্রমিক মারা যায়। নিহত হলেন নাটোর জেলার লালপুর থানার বড় ময়না এলাকায় আসান আলীর মেয়ে মর্জিনা বেগম(৩৫)।
সালনা হাইওয়ে থানার ইনচার্জ ফিরোজ হাসান জানান, পরিবারের আবদারের কারনে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।