কালিয়াকৈর

কালিয়াকৈরে নির্মানাধীন ভবনের ছাদ ধসে আহত ৮

কালিয়াকৈরে স্ক্যানডেক্স টেক্সটাইল লিমিটেড নামক কারখানার নির্মাণাধীন ৫ তলা ভবনের দুই তলা ছাদ ঢালাই চলাকালে সেই ছাদ ধসে ৮ নির্মাণ শ্রমিক আহতের ঘটনা ঘটেছে। অপরদিকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ অব্যহত রেখেছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড ঘর এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে স্ক্যানডেক্স টেক্সটাইল লিমিটেড নামক কারখানায় এ দূর্ঘটনা ঘটে।

ওই কারখানার একাধিক শ্রমিক জানান, ছাদ  ঢালাই কাজ চলাকালে হঠাৎ করে নির্মানাধীন ভবনের ছাদ ধসে পরে। এ সময় ঐখানে কাজ করা ৮ নির্মান শ্রমিক গুরুতর আহত হয়েছে। তবে শ্রমিকদের দাবী ওই ছাদে নিম্নমানের সামগ্রী দেওয়ার কারনে এ দূর্ঘটনা ঘটেছে। তবে সাথে সাথে আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ও শ্রমিকরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে ইতোমধ্যে  উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ  ঘটনাস্থলে এসেছেন।

তিনি জানান, এখন পর্যন্ত ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উদ্ধার কাজ চলছে, তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ ঘটনার খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker