মাত্র ১ ঘন্টার ভয়াবহ অগ্নিকান্ডে একটি মার্কেটে থাকা ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কালামপুর পাকার মাথা এলাকায় এপেক্স ফ্যাশন নামক কারখানার পাশের একটি মার্কেটের ৯টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধা ৭:৪০ দিকে ঐ মার্কেটের বাদল হোসেনের হরেক রকম মালের ফার্নিচারের দোকান থেকে ইলেকট্রনিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার কালামপুর পাকার মাথা রেললাইন সংলগ্ন একটি মার্কেটের বাদল হোসেনের ফার্নিচারের দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পাশের এপেক্স ফ্যাশন কারখানার সমন্বয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবি তাদের প্রায় অর্ধ-কোটি টাকার মালামালসহ আর্থিক ক্ষতি সাধন হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনা স্থলে গিয়ে দোকানীদের নাম লিষ্ট করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুল আলম জানান, আগুনের খবর শুনে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।