কালিয়াকৈরে রইজউদ্দিন (৫০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছে। সারমিন নামের এক যাত্রী গুরুতর আহত।
শনিবার সকালে সাতটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এপেক্স ফারমার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ব্লুসেন ফুটওয়্যারের মেইন গেটের সামনে সড়ক যাত্রী নিয়ে যাওয়ায় পথে গাজীপুর চৌরাস্তা থেকে আসা তাকওয়া পরিবহনের একটি যাত্রী বাহী বাসের চাপায় সময় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এপেক্স এক নাম্বার গেইটের সামনে সড়ক যাত্রী নিয়ে যাওয়ায় পথে সময় গাজীপুর থেকে ছেরে আসা চন্দ্রা গামী তাকওয়া পরিবহনের একটি যাত্রী বাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি। অটোরিকশার এক আহত যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মিলনবাজার এলাকায়। সে উপজেলার বোর্ডমিল কাঠালতলা এলাকার নুর ইসলাম এর বাসার ভাড়াটিয়া। সে এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।