গাজীপুরের কালিয়াকৈরে কিশোরী ধর্ষন মামলায় নাহিদ ইসলাম(১৭) কে গ্রেফতার করেছে পুলিশ ।শনিবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পূর্বচান্দরা মাটিকাটা গ্রামীণ মাঠ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেন ।পরে রোববার( ৪ মে) সকালে গ্রেফতারকৃত ব্যক্তিকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত ওই কিশোর হলেন রংপুর জেলার গংগাচড়া উপজেলার বেতগাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে মাটিকাটা এলাকার বাবুল সিকদারের বাড়িতে স্বপরিবারে ভাড়া থাকেন ।
পুলিশ সূত জানায় গত ২৮ এপ্রিল এক কিশোরীকে রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে সিফাত(২৩) ও তার বন্ধুরা মিলে ওই কিশোরীকে জোর পূর্বক তুলে নিয়ে পাশের একটি পরিত্যক্ত গরুর খামারে নিয়ে সিফাত কিশোরীকে র্ধষন করেন ।এসময় নাহিদসহ তিন বন্ধু মিলে ধর্ষনের কাজে সহযোগীতা করেন। এ ঘটনার পর গত ৩০ এপ্রিল রাতে কিশোরীর অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে শারিরিক অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার দিন রাতেই সিফাতসহ চারজনের নাম উল্লেখ্য করে কিশোরীর পিতা বাদি হয়ে কারিয়াকৈর থানায় একটি র্ধষন মামলা দায়ের করেন। এ ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নাহিদকে ভাড়া বাসা থেকে গ্রেফতার করেন কালিয়াকৈর থানার পরির্দশক মোঃ যোবায়ের জানান কিশোরী ধর্ষনের ঘটনায় সহযোগীতার অভিযোগে নাহিদকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে ।এ ঘটনার বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ঠা অব্যহত রয়েছে।