বিএনপির’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা রক্ষার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজার এলাকায় গণসংযোগ , ক্যাম্পেইন ও লিফলেট বই বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ক্যাম্পেইন ও লিফলেট বিতরনে এসময় উপস্থিত ছিলেন, সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক জুলফিকার আলী জনি, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর বারেক, পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, রিয়াজুল ইসলাম রিয়াজ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনির বাবু, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল আলম সরকার, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি সোহেল রানা প্রমুখ।
পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ। তিনি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালিয়াকৈর বাজার, উপজেলা পরিষদ,পৌরসভা, চন্দ্রাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ করেন।