ভেনিস অফ বেঙ্গল প্রোপার্টিজ লিমিটেক কতৃক ষড়যন্ত্র মূলক মিথ্যা চাদাঁবাজি মামলা ও জোরপূর্বক জমি জবরদখল চেষ্ঠার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বহেরাতলী এলাকায় শুক্রবার সকালে মৌচাক টু ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী । গ্রামবাসীর পক্ষে আব্দুল আলীমের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন মাওলানা সামশুল আলম,ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক তোফাজ্জল হোসেন,মোঃ শাহিন মিয়া,জবান আলী খান,মোহাম্মদ তোফাজ্জল হোসেন মাষ্টার,জুলেখা বেগম,নুসরাত জাহান প্রমুখ ।
এসময় বক্তারা বলেন ভেনিস অফ প্রোপার্টিজ লিমিটেক এর স্বর্ণপুরী নামে একটি আবাসন প্রকল্প তৈরি করছেন বহেরাতলী এলাকায় যার আসে পাশের জমি গুলো জোর পূর্বক জবরদখলের চেষ্টার করছেন ওই প্রতিষ্ঠানটি। এদিকে জমি দিতে অশিকৃতি ও প্রতিবাদ করায় গ্রামবাসীর নামে একাদিক মিথ্যা চাদাঁবাজির মামলা করেছেন ওই প্রতিষ্ঠান কতৃপক্ষ ।এ মিথ্যা মামলা অতিলস্বে প্রত্যাহার ও জোরপুর্বক জবরদখল কারীদের বিচাররের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা । এসময় মানবন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রায় পাচঁ শতাধিক গ্রামবাসী অংশ নেয়।