বাংলাদেশ আ’লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতিক নিয়ে পৌরসভা নির্বাচনে বিশাল শোডাউন করেছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় গনভবনে দলীয় বোর্ডের সিদ্ধান্ত হিসেবে কালিয়াকৈর পৌরসভা নির্বাচন নৌকা প্রতীকে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেলকে মনোনীত করা হয়।
পৌর নির্বাচনে নৌকার মাঝি হিসেবে রেজাউল করিম রাসেলকে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে রবিবার বিকালে এক বিশাল শোডাউনের আয়োজন করে। কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় রেজাউল করিমের নেতৃত্বে শোডাউনটি উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নন্দন পার্ক এলাকা থেকে শুরু হয়ে উপজেলার চন্দ্রা ত্রিমোর, পল্লি বিদুৎ বাজার, সফিপুর বাজার হয়ে কালিয়াকৈর বাজারের আসে পাশে বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে কালিয়াকৈর উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে বৃন্দ।