গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি নাওলা এলাকায় গত সোমবার রাতে বলিয়াদি টু গোসাত্রা আঞ্চলিক সড়কে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা। পরে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাতরা। এসময় দুই মটরসাইকেল আরোহী ও পিকআপ ভ্যান চালককে উদ্ধার করেন পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় সোববার রাতের পনে বারোটার দিকে বলিয়াদি টু গোসাত্রা আঞ্চলিক সড়কের নাওলা এলাকায় সড়কের মধ্যে গাছ ফেলে রাখে ডাকাতরা এসময় একটি পিকাআপ ভ্যান ও দুই মোটরসাইকেল আরোহী ডাকাতের কবলে পড়েন। এ সময় টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালে ডাকাতরা পালিয়ে যায়।
পরে দুই মোটরসাইকেল আরোহী ও পিকাআপ ভ্যান চালকে উদ্ধার করে নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয় । কালিয়াকের থানার পরির্দশক(অপারেশন)মোঃ যোবায়ের জানান রাতে বলিয়াদি এলাকায় ডাকাতির চেষ্টা করেন ডাকাতরা । এসময় আমাদের থানার টহল পুলিশ পৌছালে ডাকাতরা পালিয়ে যায় ।