গাজীপুরের কালিয়াকের উপজেলার শ্রীফলতলী নাওলা নামা পাড়া এলাকায় মঙ্গলবার দিবাগত রাতে সাদিয়া আক্তার(২২) নামের গৃহবধুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল করেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ। নিহত ওই গৃহবধু হলেন উপজেলার শ্রীফলতলী নাওলা নামাপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে ও ময়মনসিং জেলার ত্রীশাল উপজেলার দক্ষিন বালিপাড়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার রাতে বারোটার দিকে নিহতের স্বামী সাইদুর ওই গৃহবধুর বাবা কে ফোন করে জানান সাদিয়া স্টোক করে গেছেন। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মেয়ের মরদেহ বারান্দায় পরে থাকতে দেখেন তার পিতা। এদিকে স্বামীর জবানবন্দী অনুযায়ী গতকাল রাতের সাড়ে এগারোটার দিকে সাদিয়ে স্বামী ও সন্তানকে খাবার খাইয়ে টয়লেটে যান।
এর কিছুক্ষন পরে তার স্বামী কিছুর পড়ার শব্দ পেয়ে এগিয়ে গিয়ে দেখেন টয়লেটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষনা করেন। সাদিয়ার তিন বছর আগে সিজারে একটি কন্যা সন্তান হয়।
এর পর থেকেই তিনি রক্ত শুন্যতায় ভুগছিলেন বলে নিহতের স্বামীর দাবি। এদিকে নিহতের শরীরে দুই স্থানে আঘাতের চিহৃ থাকায় স্বজনদের মনে সন্ধেহ বলে তারা পুলিশকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে বুধবার দুপুরে নিহতের বাবার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ।
কালিয়াকৈর থানার উপ পরিদর্শক শাহিনুর রহমান বলেন নিহতের মৃত্যু দিয়ে তার বাবার অভিযোগ না থাকলেও অন্যন্য আত্বীয় স্বাজনরা অভিযোগ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মোর্টেমের রির্পোট পেলে মৃত্যুর আসল কারন জানাযাবে ।সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।