গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরনের অতিংদ্রত নাম অধ্যাদেশ জারিসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ করেছে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে গত ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ও একাডেমিক ভবনের মুল ফটকে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা ।এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে ক্লাশ,পরিক্ষাসহ বিশ্ববিদ্যালয়টির সকল র্কাযক্রম ।
এদিকে মঙ্গলবার সকালে একাডেমিক ভবনের তালা ভেঙ্গে শিক্ষকরা ভিতরে প্রবেশ করেছে এমন সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা জরো হয়ে বিক্ষোভ করেন। পরে বেলা দুপুরের দিকে পুলিশ ও যৌথবাহিনীর সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থতি নিয়ন্ত্রনে আনেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের নামের মধ্যে বাংলাদেশ সংযুক্ত করে নাম নির্ধারনের নিশ্চয়তা প্রদান র্পূবক শিক্ষার্থী প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকল অংশীজনদের সম্বনয়ে একটি ”নাম পরির্বতন কমিটি ” গঠন করা,শিক্ষার্থীদের দাবির পরিপেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নাম বাস্তবায়নের পূর্ব পর্যন্ত পরীক্ষাসহ একাডেমিক এবং প্রশাসনিক সকল কার্যক্রম স্থগিত ঘোষনা পূর্বক বিশ্ববিদ্যালয় কতৃক স্বারকসহ একটি বিজ্ঞপ্তি প্রাকাশ করতে হবে ।
উল্লেখ্য যে,২৫ এপ্রিল ২০২৫ তারিখের ,মধ্যে আসন্ন গুচ্ছ পরীক্ষাকে কেন্দ্র করে চলমান এবং প্রশাসনিক সাটডাউন শিথিল সহ আগামী ২৪ এপ্রিল এর মধ্যে নাম পরির্বতন কমিটি কতৃক বাস্তবসম্মত ও কার্যকর অগ্রগতি বা সিদ্ধান্ত গ্রহন করে নাম নির্ধারণপূর্বক বাস্তবায়নের নীতিগত ঘোষনা প্রদান করার দাবি জানিয়ে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদুজ্জামান বসু,ইমরাতুল ইসলাম জিহান ও ফয়সাল আহমেদ জানান এর আগে আমরা বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নামকরনের দাবি জানালে গাজীপুর নামকরনে প্রজ্ঞাপন জারি করা হলে। আমরা তা প্রত্যক্ষান করে বাংলাদেশ রাখার আবেদন জানাই এবং কি কয়েকমাস ধরে আন্দোলন করে আসছি।
তবে কোন সারা না পেয়ে ৮ তারিখে বিশ্ববিদ্যালয়টির সকল র্কাযক্রম বন্ধে গেইটে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। আমরা অতিদ্রæত আমাদের দাবি পূরনের আহবান করছি । বিশ্ববিদ্যালয়টির প্রক্টর রাকিব হোসাইন জানান শিক্ষার্থীদের যে দাবি তা বাস্তবায়নে অতিদ্রæত কতৃপক্ষ পদক্ষেপ নিবেন কতৃপক্ষ ।আর শিক্ষার্থীরা তালা খুলে দিয়েছেন আগামীকাল থেকে সকল পরীক্ষা স্থগিত থাকবে ।আর প্রশাসনিক র্কাযক্রম চালু থাকবে ।