গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া লেকের পার এলাকার মঙ্গলবার রাত ৭:৩০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে রাজু মিয়ার হাফ বিল্ডিং দুইটি রুম পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার পরপরই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পরিষ্কার হয়নি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার খান রায়হান হোসেন চৌধুরী জানান, “আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”