গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষণার অংশ বিশেষ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর ডিগ্রি কলেজ, কালিয়াকৈর পৌর ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
দুপুর বারো টার দিকে প্রথমে চন্দ্রা সরকারি কলেজের সামনে থেকে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাফর ইকবাল জনির সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিন করে ট্রাফিক পুলিশ বক্সের সমানে এসে শেষ হয়ে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভ সমাবেসে এসময় বক্তব্য রাখেন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মোঃ সোহাগ হোসেন , উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রিপন মাহমুদ , উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আলামিন দেওয়ান , পৌর ছাত্র দলের সদস্য সচিব সাদ মোঃ শামীম , তোফায়েল হোসেন , মো: শাওন ঈসমাইল প্রমুখ ।এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পৌর ও ছাত্রদলের অন্যন্য নেতাকর্মীরা ।
এসময় বক্তারা গাজায় ইসরায়েলের বর্বরোচিত চলমান হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানান।