গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া জামালপুর চৌরাস্তা এলাকায় রোববার দুপুরে পাচঁ বছরের এক কন্যা শিশু ধর্ষণকালে হাতে হাতে ওই ধর্ষণকারীকে আটক করে পুলিশে সোর্ফদ করেছে এলাকাবাসী ।
রোববার দুপুরে উপজেলার জামালপুর এলাকার একটি জৈব সার তৈরি কারখানায় পাচ বছরের কন্যা সন্তানকে নিয়ে কাজ করছিলেন তার মা কারখানার সিয়াম আহমেদ(১৯) নামের এক শ্রমিক দুপুর দইটার দিকে ওই শিশুকে কারখানার পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে র্ধষণ করার সময় শিশুটির মা ও কারখানার অন্যন্য শ্রমকিরা হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে মৌচাক ফাঁড়ি পুলিশের কাছে সোফর্দ করেন এলাকাবাসী ।
মৌচাক ফাঁড়ি এস আই ফজলুল হক জানান শিশু র্ধষনের অভিযোগে একজনকে আটক করা হয়েছে ।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে ।আর শিশুটিকে উদ্ধার করে মেডিকেল পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে ।