গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় বনের জমিতে গড়ে উঠা বসতিদের উচ্ছেদ না করার দাবীতে রোববার সকালে তিন শতাধিক গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন। রাখালিয়াচালা গ্রামসহ আশেপ্রায় শতধিক পরিবার দীর্ঘ ১০-১৫ ধরে বনের খালি পতিত জায়গা পরিস্কার করে ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করে আসলেও সম্প্রতি কয়েকটি এলাকায় কালিয়াকৈর রেঞ্জ কার্যালয়ের উদ্যোগে যৌথবাহিনীর তত্বাবধানে উচ্ছেদ কার্যক্রম শুরু করেন।
এ খবর উপজেলার কালিয়াকৈর রেঞ্জ ও কাঁচিঘাটা রেঞ্জের বন বিভাগের জমিতে গড়ে উঠা বসতিদের মধ্যে উচ্ছেদ আতংক ছড়িয়ে পড়ে। সেই আতংকের মধ্যেই রাখালিয়াচালা এলাকার জেলা যুবদরের যুগ্ম আহবায়ক হাজী নজরুল ইসলামের নেতৃত্বে রাখালিয়াচালা খেলার মাছে উচ্ছেদ বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করে। এসময় হাজী নজরুল ইসলাম, নাসির উদ্দিন মাস্টার, এসআই টুটুল, আবু হানিফ, হাসান খান প্রমুখ বক্তৃতা করেন।
এসময় বক্তারা বলেন, এই এলাকায় বনের জমিতে গত ৫ আগষ্টের পর কেউ বনের জমিতে ঘরবাড়ী দখল করে নাই। বনের জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে না তুললেও কিছু অসাধু কর্মকর্তা মিথ্যা অপপ্রচার করে এলাকায় শান্ত বসতিদের উত্তেজিত করার চেষ্টা করছে। তাই বন
কর্মকর্তাদের কাছে দাবী করে বলেন, দীর্ঘদিন ধরে বসবাসকারী বসতিদের যেন অহেতুক উচ্ছেদ করে ক্ষতিগ্রস্থ না করা হয়।
এব্যাপারে হাসান খান আবু হানিফ, নাসির মাষ্টার বলেন, গত ঈদের আগে পাশ্ববর্তী সিনাবহ গ্রামের বনের জমিতে গড়ে উঠা বসতি উচ্ছেদের নামে তান্ডব চালায় বন বিভাগের লোকজন। তাই উপজেলায় কয়েক হাজার বনের জমিতে বসতি উচ্ছেদ আতংকে রয়েছে। লোকমুখে শুনা যাচ্ছে, বন কর্মকর্তারা রাখালিয়াচালাও উচ্ছেদ করবেন।
তাই বনের কর্মকর্তাদের কাছে দাবী দীর্ঘদিন ধরে বসবাসকারী বসতিদের যেন উচ্ছেদ না করা হয়। গাজীপুর জেলা যুবদরের যুগ্ম আহবায়ক হাজী নজরুল ইসলাম বলেন, আমরা বনের কোন ক্ষতি করে দীর্ঘদিন ধরে বসবাস করছি। একটি মহল মিথ্যা অভিযোগ দিয়ে উচ্ছেদ করানোর চেষ্টা করছে।
আমাদের দাবী বনের জমিতে বসতিদের উচ্ছেদ না করে বন রক্ষায় সহায়ক হওয়ার সযোগ দিবে বলে প্রত্যাশা করছি। মৌচাক বীট কর্মকর্তা মোঃ সাইফুল বারী বলেন, আমার বীটে কোন অভিযানের তথ্য নেই।
তবে আমার কর্তৃপক্ষ যে কোন নির্দেশ দিলে তা পালন অবশ্যই করতে হবে। তবে উপদেষ্টা বক্তব্য বনের জমি যে কোন উপায়ে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন। তিনি বিভিন্ন সভা সমাবেশে বক্তৃতাও করছেন।