গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্প মন্ডলপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে তিনটি ঝুটের গোডাউন। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাতক্ষনিক জানা যায়নি।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় মঙ্গলবার ভোরে চারটার দিকে প্রথমে স্থানীয় ঝুট ব্যবসায়ী রফিকুল ইসলামের হাফ বিল্ডিং গোডাউনে আগুন লাগে। পরে আগুনের লেলিহান শিখা পাশের আরো দুইটি সুমন মিয়া ও রশিদ মিয়ার টিনসেট ঝুটের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে।
এসময় কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত করে জানা যাবে