গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুব লীগের শান্তি সমাবেশ পালিত হয়েছে। রবিবার (১২ র্মাচ) সকালে উপজেলা যুব লীগের আয়োজনে শান্তি সমাবেশ কালিয়াকৈর বাজার রোড হতে প্রদক্ষিণ হয়ে বাস – টার্মিনালের সামনে এসে শেষ হয়।
পঞ্চগড়ে বিএনপি জামায়াতের প্রত্যেক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ শান্তি সমাবেশ পালিত হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা যুব লীগের সভাপতি হিরো মিয়া, সিনিয়র সহ-সভাপতি জসিম আহমেদ, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মিন্টু, প্রচার সম্পাদক মামুন হোসেন রাজুসহ আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ আ’লীগের সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।