গাজীপুরের কালিয়াকৈর উপজেরার শ্রীফলতলী ইউনিয়নের সাহেব বাজার বড়ইতলী এলাকায় বুধবার দিবাগত রাতে বটতলা বুড়ির মা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দূর্বৃত্তরা ।
এসময় মন্দিরে প্রতিমা ভাংচুরের অংশ বিশেষ পড়ে থাকতে দেখা যায় ।খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা । এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বুববার বিকালে সাড়ে পাচটার দিকে পূঁজা উদযাপন শেষ করে মন্দিরে তালাবদ্ধ করে চলে যায় মন্দির কতৃপক্ষ।
পরে বৃহস্পতিবার সকালে পথচারীরা ওই মন্দিরে প্রতিমা ভাংঙ্গা চুড়া দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী ।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, ও কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ।
এ ঘটনায় নিরাপত্তা জোরদারে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে ।ওই মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী বলেন গতকাল বিকালে পুঁজা শেষে মন্দিরের গেইটে তালা দিয়ে চলে যাই ।পরে সকালে জানতে পারি মন্দিরে কেবা কারা মূর্তি ভেঙ্গে ফেলে রেখে গেছে ।সাথে সাথে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান গতকাল রাতে কেবা কারা মন্দিরে মুর্তি ভাংচুর করেছে ।ঘটনাস্থল পরির্দশন করেছি ।তদন্ত চলছে জড়িতদের দ্রæতই গ্রেফতার করা হবে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ বরেন মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা খুবই দুঃখজনক ।আসলে কারো র্ধমীয় অনুতূতিতে আঘাত করার কোন অধিকার কারো নেই ।এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে ।