গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাকচাপাইর সিমারপাড় এলাকায় গত বুধবার সন্ধ্যায় এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির আসবাব পত্র ভাংচুর নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে সন্ত্রাসী একটি চক্র ।এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষকের ছেলে জাহিদ হাসান পিয়াল বাদি হয়ে ২২ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।
ওই ভুক্তভোগী শিক্ষক হলেন গোলামনবী পাইলট মডেল হাই স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম । এলাকাবাসী ও পুলিশ সূত জানায় ওই শিক্ষকের ছেলে পিয়াস এর সাথে তার বন্ধু আশিকের সাথে স্থানীয় আতিকুর রহমান ইথেনের(৩০)এর সাথে তুচছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এক সময় দুইজন একে অপরের গায়ে হাত তুলে ।
পরে বিষয়টি অভিভাবকরা দুই পক্ষকে মিলিয়ে দেয়ার কথা ছিলো ঘটনার দিন ।এদিকে দুই পক্ষের বিচারকদের কথা অমান্য করেই ইথেন তার বন্ধুদের নিয়ে ওই শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে নগদ ৩ লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলা কারিরা ।
পরে ঘটনার দিন রাতেই জাহাঙ্গীর আলমের চেলে পিয়াস বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন । কালিয়াকৈর থানার উপ-পরির্দশক ইসমাইল হোসেন জানান ঘটনাস্থল পরির্দশন করা হয়েছে ।তথ্য যাচাই-বাচাই করে দোষীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।