গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকার বেসকারী শিক্ষা প্রতিষ্ঠান গ্রাম বাংলা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর হামলা ও বিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে নবীনগর – চন্দ্রা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠানে হামলাকারীদের দ্রত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন ওই শিক্ষা প্রতিষ্টানের সহকারি প্রধান শিক্ষক রাজিব খান, আরিফা আক্তার সহকারী শিক্ষক, মোঃ কাউসার,ইশা আক্তার, তিথি,ইয়াসিন আহমেদ আকাশ,
তিশা আক্তার, মেহেদী হাসান তাহসিন, মোঃ মোহন হোসেন, সৌরভ হোসেনের ওয়ালিদ, ইফাত হোসেন প্রমূখ এসময় বক্তারা বলেন বিদ্যালয়ের হামলার ঘটনা সত্যি নেক্কার জনক ।
এছাড়াও এই হামলার ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতংকে রয়েছেন ।এসময় দুদিনের মধ্যে যদি হামলারকীরীদের গ্রেপ্তার করে বিচার না করা হয় তার কঠোর আন্দোলনের নামবে বলে হুসিয়ারী দেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় বাবু সিকদারের নেতৃত্বে একদল যুবক ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠানের উপর হামলা চালায় এবং গাড়ী ভাংচুর করে ।
এতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও তার মা সহ আহত হয় তিনজন । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এরসময় পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে তাদের পর হামলা চালিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের একটি মাইক্রোবাস ভাঙচুর চালায়।
এ সময়ে গাড়ির ভিতরে থাকা শিক্ষকদের বেতনের ১৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের বাধা দিতে গেলে নাজমুল ও তার মা(নাজমা) বেগম কে মারপিট করে তাদের হত্যার হুমকি দিয়ে দ্রত চলে যায়।
পরে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ও বিদ্যালয়ের চেয়ারম্যান নাজমুল হাসান বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।