গাজীপুরেরর কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কাচিঘাটা রেঞ্জের খইলসাজানি বিটের আওতাধীন এলাকায় শনিবার দুপুরে সরকারী বন থেকে বড় গজারী কেটে দিনে পাচার করার সময় গজারী গাছ ভর্তি মহিন্দ্র ট্রাকটর আটক করেছে এলাকাবাসী ।
পরে খইলসাজানি বিট র্কমর্কতাকে জানালে ঘটনাস্থল থেকে দুপুর সাড়ে বারোটার দিকে মহেন্দ্র গাড়ীসহ গজারী গাছ দুটি উদ্ধার করে ।
তবে বন বিটের কর্মকর্তাদেন উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও কাঠ ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।
বিট অফিস ও এলাকাবাসী সুত্রে জানা যায়, এলাকায় কাচিঘাটা রেঞ্জের খইলসাজানি বিটের আওতাধীন এলাকায় সরকারী বন থেকে বড় গজারী কেটে ওই এলাকার কাঠ ব্যবসায়ী মোবারক হোসেন ও শরবত আলী মিলে দিনের বেলায় মাহিন্দ্র ট্রাক্টর করে গজারি গাছ পাচার করার সময় ওই এলাকার হোসেন সরকারের ছেলে রাজু সরকার সহ এলাকাবাসী গাছ দুটি মহেন্দ্রসহ আটক করে বিটে খবর দেয় ।
এসময় কাঠ ব্যবসায়ীদেওর জিজ্ঞাাসাবাদে তারা জানান গাছ গুলো তাদের রেকটকৃত জমিতে কাটা গাছ ।তারা বন বিভাগের অনুমতি নিয়ে গাছ কেটেছেন ।
এদিকে স্থানীয়রা রেঞ্জ কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে তিনি গাছ কাটার কোন অনুমতি দেননি বলে অশ্বিকার করেন । পরে গজারী গাছ সহ ট্রাক্টরটি আটক করে খইলসাজানি বিটে রাখেন ।যার বাজার মূল্য প্রায় লাখ টাকা ।
কাচিকাটা রেঞ্জ কর্মকর্তা মো: শাহজাহান মিয়া জানান আমাদের জনবলের সংখ্যা কম থাকায় চাইলেও কাউকে আটক করে বিটে রাখতে পারিনা ।
তবে গাছ কাটা বন্ধে বিষয়ে আমাদের অভিযান সব সময় অব্যহত আছে ।অভিযুক্ত কাঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে এর আগেও গাছ কাটার মামলা রয়েছে , আজকের এ ঘটনায় মামলা হবে ।
খইলসাজানি বিট কর্মকর্তা মোস্তফা জানান,এটা আমাদের বনের বিটের গাছনা । তবে সরকারী গজারী অনেক বড় গাছ।
ওই গাছ দিনের বেলা পাচার করার সময় এলাকাবাসী আটক করে। গজারী গাছ ও মাহেন্দ্র আটক হলেও গাজ চোরেরা পালিয়ে গেছে।