গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় বৃহস্পতিবার সকালে গ্রাম বাংলা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে বহিরাগত সন্ত্রাসীরা ।
এসময় আহত হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানের তিন নিরাপত্তাকর্মী ,ও ভবন মালিকসহ ৪ জন ।এসময় সন্ত্রাসীরা ভাংচুর করে বিদ্যালয়ের একটি হাইচ গাড়ি ও লুট করে নিয়ে নগদ অর্থ র্স্বণালঙ্কার ।
এতে ওই প্রতিষ্টানের প্রায় ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি করে বহিরাগত সন্ত্রাসীরা ।এ ঘটনায় ওই শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক ন্জামুল হক বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন ।
অভিযুক্তরা হলেন উপজেলার বড়ইছুটি গ্রামের খালেক মিয়ার ছেলে বাবু সিকদার(৪০) ও তার ছেলে নয়ন সিকদার(২২) সহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ।
আহতরা হলেন ওই শিক্ষা প্রতিষ্টানের তিন নিরাপত্তা কর্মী হামিদ উদ্দিন,রেহেনা আক্তার,বাবু মিয়া ও ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের মা নাজমা বেগম ।
এলাকাবাসী , ভুক্তভোগী পরিবার ও থানার অভিযোগ সূত্র জানায় পূর্ব শত্রæতার জেরে বৃহস্পতিবার সকালে বাবু সিকদার ও তার ছেলে নযন সিকদার সহ ১০ থেকে ১৫ জন ব্যক্তি লাঠিসোটা হাতে ওই বিদ্যালয়ের সামনে গিয়ে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে ও স্কুলের গেইট ভেঙ্গে প্রবেশ করতে চাইলে এসময় নিরাপত্তাকর্মীরা বাধা দেয় ।
এক পর্যায়ে অভিযুক্তরা তিন নিরাপত্তার্কমীকে মারধোর করে আহত করে এসময় তাদের ডাক চিৎকারে প্রধান শিক্ষকের মা নাজমা বেগম বাধিতে এলে তাকেও পিটিয়ে আহত করে ।
এসময় সন্ত্রাসীরা বিদ্যালয়ের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো চ- ৫৬-৬৩৪২ করে স্কুলের কাজে ১৫ লাখ টাকা নিয়ে ফিরছিলেন এক শিক্ষক ।
এসময় স্কুলের মুল ফটকে গাড়িটি পৌছালে গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে ভিতরে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয় ।
পরে আহতদের চিৎকারে আসেপাশের লোকজন চলে আসলে নাজমা বেগমের গলায় থাকা চার ভরি উজনের র্স্বনালঙ্কার নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা ।
পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসাদেয় ।এসময় প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ।
প্রধান শিক্ষক নাজমুল হক জানান তাদের সাথে আমাদের কিছু আর্থিক লেনদেন রয়েছে টাকা পাবে ভালো কথা ।
তাহলে স্কুলে হালা করবে কেন ।তারা আমার মা ও তিন নিরাপত্তার্কমীকে পিটিয়ে আহত করছে ।এতে স্কুলের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে । আমি এর বিচার চাই ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) জানান স্কুলে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি ।তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।