গাজীপুরের কালিয়াকৈরে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গত বুধবার মধ্যরাতে পৌর সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ।
পরে শুক্রবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুুলিশ ।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার বক্তারপুর পাচলক্ষি এলাকার মৃত হাজী সফিউদ্দিনের ছেলে ।
তিনি কালিয়াকৈর পৌরসভার ৪নং ওর্য়াডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপি’র সহ সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য ।এক সেনাবাহিনীর সদস্যের পরিবারের কাছে কাছে ১০ লাখ টাকা চাদাঁদাবি করলে ওই ভুক্তভোগী পরিবার সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ করেন ।
পরে সেই অভিযোগের ভিত্তিতে গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার লতিফপুর এলাকার তার নিজ বাসভবন থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে গ্রেফতার করে ।পরে বৃহস্পতিবার সকালে তাকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী ।
থানার এজাহার সূত্রে জানাযায় সেনাবাহিনীতে চাকরিরত এক সেনাসদস্যের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাদাঁদাবি করেন সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম ।
পরে ওই ভুক্তভোগী পরিবার ৫০ হাজার টাকা চাদাঁ দিলেও বাকি ৯ লাখ ৫০ হাজার টাকার জন্য ওই সেনাসদস্যের পরিবারকে নানাভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন ।
এমনকি সাইফুল ইসলাম সেনা সদস্যদেরকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি ও বকাবাদ্য করেন ।পরে ওই ভুক্তভোগী সেনা সদস্যের পরিবার সেনা ক্যাম্পে অভিযোগ করেন ।
এদিকে সেই অভিযোগের ভিত্তিতে যৌবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় হস্তান্তর করে ।পরে শুক্রবার সকালে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে চাদাবাজির মামলা(মামলা নং-২৬) রজু করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ ।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) মো: জুবায়ের জানান চাদাবাজির অভিযোগে সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেফতার করে যৌথ বাহিনী । পরে থানায় হস্তান্তর করলে শুক্রবার সকালে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয় ।