কালিয়াকৈরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর কিশোরগ্যাংএর হামলা,ছয় শিক্ষার্থী আহত, প্রতিবাদে সড়ক অবরোধ শিক্ষার্থীদের বিক্ষোভ
গাজীপুরের কালিয়াকৈরে ফেসবুক ম্যাসেঞ্জারে তর্ক বিতর্ক নিয়ে বহিরাগত কিশোরগ্যাংএর সদস্যরা বিদ্যালয়ে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে ছয় শিক্ষার্থীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপু উপজেলার মাঝুখান বাজার এলাকায় মাঝুখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই কর্মসুচী পালন করে।এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এলাকাবাসী,শিক্ষার্থী ও পুলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈরের মাঝুখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তুহিন আহম্মেদের সঙ্গে মাঝুখান এলাকার সোহেল রানার ফেসবুক ম্যাসেঞ্জারে তর্ক বিতর্ক হয়।ওই তর্ক বিতর্কের জের ধরে গত রবিবার দুপুরে
সোহেল রানা, মিলন হোসেন, এমদাদুল হক, রিফাত খান, নাহিদসহ ১০/১২ জন বহিরাগত কিশোরগ্যাংএর সদস্যরা চাইনিজ কুড়াল,চাপাতিসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে ওই বিদ্যালয়ের মুল গেইটে যায়।
একপর্যায়ে তারা বিদ্যালয়ের ভেতর প্রবেশ করে তুহিনকে এলোপাথরী মারধরসহ কুপাতে থাকে। এসময় তুহিনের সহপাঠি শিক্ষার্থী সাফোয়ান ইসলাম, লিমন, জনি, সিয়াম, জিসানসহ অন্তত ১০জন এগিয়ে আসলে তাদেরকেউ এলোপাথারী ভাবে মারধর করে আহত করে।
এসময় শিক্ষার্থীদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মিলন হোসেন,এমদাদুল হক ও রিফাত খানকে আটক করে পুলিশে সোপর্দ করে । পরে গুরুতর আহতদের মধ্যে সাফোয়ান ,তুহিন ও জনি হাওলাদারকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এঘটনায় আহত শিক্ষার্থী তুহিনের মামা জাহিদুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে এঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে মাঝুখান বাজার এলাকায় মাঝুখান উচ্চ বিদ্যালয়সহ আশপাশের ৩/৪টি কিন্ডার গার্ডেন স্কুলের কয়েকশত শিক্ষার্থী
মৌচাক- ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়ক অবরোধের ফলে ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ওই স্কুলের শিক্ষার্থী জয় আহমেদ তুহিন হোসেন জানান সোহেলের নেতৃত্বে ১০/১২ জন বহিরাহত কিশোর গ্যাং এর সদস্যরা চাইনিজ কুড়াল,চাপাতি,দেশিয় অস্ত্র দিয়ে আমাদের স্কুলে দুপুরে হামলা করে এতে আমাদের ছয় শিক্ষার্থী আহত হয় ।
ওরা সবাই খারাপ প্রকৃতির লোক এ ঘটনার পর থেকেই আমরা আতঙ্কে আছি আমরা অপরাধীদের বিচার চাই ।
কালিয়াকৈর থানার পরিদর্শক(তদন্ত) জাফর আলী খান বলেন, এঘটনায় মামলা হয়েছে। এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মামলার বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যঅহত আছে।