গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী সোনাতলা এলাকা থেকে গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পুলিশের বিশেষ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে মঙ্গলবার সকালে থানা প্রাঙ্গনে সংবাদ সম্মেলন করেন গাজীপুর এডিশনাল এসপি আফজাল হোসেন। তিনি এসময় সাংবাদিকদের জানান, ফুলবাড়িয়া টু মৌচাক আঞ্চলিক সড়কের সোনাতলা এলাকায় একটি পিআপভ্যানে (ঢাকা মেট্রো-ন-২০-৪৮০৫) করে মাদক বহন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।
পরে নীল রং এর পিকআপ ভ্যানিটকে থামার জন্য সিগনাল দিলে গাড়ি থামিয়ে চালক পালিয়ে গেলেও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করাহয় যাহার বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা।
পরে মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়। তাছাড়াও মাদকসহ সকল প্রকার অপরাধ দমনে পুলিশের অভিযান সব সময় অব্যহত থাকবে।
গ্রেফতারকৃতরা হলেন, ব্রাম্মনবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামের ইব্রাহীম ভূইয়ার ছেলে মানিক মিয়া (৩৬) ও একই এলাকার ফরচনি গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিন মিয়া (২৪) ।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বোয়ালী ইউনিয়নের সোনাতলা এলাকা থেকে তাদের আটক করে ।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ, ওসি অপারেশন মোঃ জুবায়ের সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।