গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাথান খাড়াজোড়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মঙ্গলবার ভোরে যাত্রীবাহী বাসের চাপায় অজ্ঞাতনামা (৩০) নারী নিহত হয়েছে।
এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধি পথচারী।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া উড়াল সড়কের মাথায় ওই নারী মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস ওই নারীক চাপা দিয়ে দ্রত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে খবর পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে নাওজোর হাইওয়ে থানা পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী পথচারী। নিহতের পরনে কালো চেক জামা ও নীল রঙের ওড়না রয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে ।