কালিয়াকৈর ড্রেনের ময়লা পানি নিয়ে প্রতিবাদ করায় নারীকে মারধোর
চলাচল রাস্তা বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ
গাজীপুরের কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকায় বাড়ীর উপর ময়লা পানি ফালাতে নিষেধ করায় প্রতিবেশি এনায়েত হোসেনের স্ত্রী মিনারা বেগমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার বিকেলে অপর প্রতিবেশি জাহাঙ্গীর হোসেন ও সোহরাব হোসেন লোহার রড দিয়ে পিটিয়ে মিনারা বেগম গুরুতর আহত করে। এঘটনায় মিনারা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে এ ঘটনার পর দিন শুক্রবার সকালে চলাচলের রাস্তা বন্ধ করে ইটের দেয়াল নির্মাণ করেন অভিযুক্ত জাহাঙ্গীর ও সোহরাব হোসেন। এতে চলাচল বন্ধ হয়ে যায় কয়েকটি বাড়ির লোকজনের।
অভিযোগ সুত্রে জানা যায, কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার এনায়েত হোসেন ও জাহাঙ্গীর হোসেনের বাড়ী পাশপাশি। কিন্ত প্রায় প্রতিদিনই জাঙ্গাহীর হোসেন তার বাড়ীর ময়লা নোংরা পানি এনায়েত হোসেনের বাড়ীর উপর ছেড়ে দেয়। এতে দুর্গন্ধে তাদের বাড়ীতে থাকা কষ্টকর হয়ে পড়ছে।
গত বৃহস্পতিবার বিকেলে জাহাঙ্গীর হোসেন তার বাড়ীর নোংরা ময়লা পানি এনায়েতের বাড়ীর উপর ছেড়ে দেয়। এতে দুর্গন্ধে অতিষ্ট হয়ে এনায়েতের স্ত্রী মিনারা বেগম জাহাঙ্গীর বাড়ীর উপর ময়লা পানি ছেড়ে দিতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর হোসেন ও সোহরাব হোসেন লোহার রড দিয়ে এলোপাথরীভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিভি হুমকি দিয়ে তারা চলে যায়। এঘটনায় মিনারা বেগম বাদী হয়ে জাহাঙ্গীর হোসেন, সোহরাব হোসেনকে আসামী করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
মিনার স্বামী এনায়েত হোসেন বলেন, জাহাঙ্গীর তার বাড়ীর টয়লেটের নোংরা পানি আমাদের বাড়ীর উপর দিয়ে ছেড়ে দেয়। দুর্গন্ধে আমরা থাকতে পারিনা। এর প্রতিবিাদ করায় আমার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন।
তবে অভিযুক্থ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানা এসআই আবুল কালাম বলেন, এঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।