গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় বুধবার বিকালে ঘাটাখালি নদীর পাশে খেলতে গিয়ে মরিয়ম আক্তার (৫) বছরের বাচ্চা নিখোঁজ হয়েছেন। এদিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বৃহস্পতিবার দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করেন ঘাটাখালি নদীতে। এদিকে নদীর তীর ভর্তি বাসা হওয়ায় নদীতে নিখোঁজ নাকি কোথায় হারিয়ে গিয়েছে সেটা এখনো নিশ্চিত করে বলতে পারছেনা নিখোঁজের স্বাজনরা। এ ঘটনায় নিখোজের বোন জামাই রাকিবুল হাসান বাদি হয়ে কালিয়াকৈর থানায় একটি নিখোঁজ সাধারন ডায়েরী করেছেন।
নিখোঁজ শিশু হলেন উপজেলার ছোট লতিফপুর এলাকার মোশারফ হোসেনের মেয়ে। তিনি মির্জাপুর থানায় উপ পরির্দশক হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়রা ও নিখোঁজ শিশুর পরিবার সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে ঘাটাখালি নদীর তীরে খেলা বন্ধুদের সাথে করছিলেন এসময় অন্যান্য শিশুরা বাড়িতে ফিরলেও মরিয়ম বাড়িতে না ফেরাও তার স্বজনেররা বিভিন্ন স্থানে খুঁজাখুজি করে না পেয়ে ওই দিন সন্ধ্যায় কালিয়াকৈর থানায় সাধারন ডায়রি করেন।
এদিকে স্থানীয়রা, স্বজনদের দাবি নদীতেও পড়তে পারে বা অন্য কোথাও হারিয়ে যেতে পারে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরিয়মকে উদ্ধারে ঘাটাখালি নদীতে দিনভর উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এদিকে নিখোঁজ শিশুর স্বজনরা বিভিন্ন স্থানে মাইকিং ও সন্ধ্যান চালায়।
উায়ার সার্ভিসের ওয়্যার ইনিস্পেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী বলেন, নিখোঁজ শিশুকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান অব্যহত রেখেছে। এখনো শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ শিশুর পিতা মোশারফ হোসেন বলেন, গতকাল বিকালে নদীর পারে আমার মেয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নদীতে নিখোঁজ না কেও নিয়ে গেছে কিনা আমরা বলতে পারিনা। তবে বিভিন্নস্থানে খোজ করেও সন্ধ্যান পাইনি।