গাজীপুরের কালিয়াকৈরে পূর্ব মৌচাক এলাকায় সাবিনা আক্তার (৩২) নামের এক পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাবিনা আক্তার সিরাজগঞ্জ জেলার সদর থানার সয়া গোবিন্দ গ্রামের মৃত হাসমত আলীর মেয়ে। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী পলাতক রয়েছেন।
এলাকা বাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাবিনা আক্তার ছয় মাস পূর্বে রানা নামের একজনের সাথে দ্বিতীয়বার বিয়ে করে উপজেলার পূর্ব মৌচাক এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়ি ভাড়া নিয়ে স্থানীয় রহমত ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গত দুইদিন আগে নিহত সাবিনা আক্তারের স্বামী রানা মিয়া সাবিনা আক্তারের ভাড়া নেয়া বাসায় আসেন। নিহত সাবিনা আক্তারের ভাগ্নি হাসি আক্তার ও ওই একই বাসায় ভাড়া থাকতেন।
নিহতের ভাগ্নি হাসি আক্তার ও বাড়ির মালিক তোফাজ্জল হোসেনের সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর নিহত সাবিনার স্বামী রানা মিয়া আসে, হঠাৎ গত শনিবার দুপুর থেকে রানাকে আর দেখা যায়নি। বিকেলে সাবিনার ঘরের রান্নার চুলা থেকে ধোঁয়া উঠতে দেখে অন্য ভাড়াটিয়ারা সংবাদ দিলে গিয়ে দেখা যায় সাবিনার ঘরের দরজা বাহির থেকে আটকানো। দরজা খুলে ভিতরে গিয়ে তারা দেখেন সাবিনা মেঝেতে মৃত অবস্থায় পরে আছে।
কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক এসআই মফিকুল ইসলাম জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।তবে নিহত সাবিনার স্বামী রানা মিয়া পলাতক রয়েছেন।