স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেলানীর উপর হামলার প্রতিবাদে কালিয়াকৈর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
জাতীয়তাবাদের স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জেলানীর উপর হামলার প্রতিবাদে গাজীপুর জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরের শিববাড়ি মোরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না সঞ্চালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়ার চৌধুরী শাওন ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আলহাজ্ব জয়নুল আবেদিন সহ কালিয়াকৈর শ্রীপুর কালিগঞ্জ গাজীপুর সদর কাপাসিয়া সহ সকল ইউনিটের আহ্বায় এবং সদস্য সচিব।
এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বক্তারা আরো বলেন, খুনি হাসিনা সহ তার দলের দোসরদের ফাঁসির দাবি জানান। এসময় বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোরে থেকে শুরু হয়ে চান্দনা চৌরাস্তা টু রাজবাড়ী সড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে বিএনপির পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।