গাজীপুরের কালিয়াকৈরে চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীদের উপর হামলা করেছে কতিপয় সন্ত্রাসীরা। প্রতিবাদে রোববার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাজার সমিতি, এলাকাবাসী, সুশিল সমাজ ও শিক্ষার্থীরা। এসময় অতিদ্রুত ঘটনার সাথে জরিতদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন।
মৌচাক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মাসুদ পারভেজ জানান, গত কয়েকদিন যাবত কতিপয় সন্ত্রাসীরা মৌচাক বাজার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিলো। এসময় ব্যবসায়ীরা চাঁদা দিতে অস্বীকার করলে গত ৩০ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় ২০/৩০ জনের একটি সন্ত্রাসী দল ব্যবসায়ীদের উপর দেশিয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে দুইজন ছুড়িকাঘাতসহ অন্তত ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসাপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হয়ে বাধা দিলে তাদের উপরেও হামলা করে সন্ত্রাসীরা।
এ ঘটনায় কালিয়াকৈর থানায় মৌচাক বাজার সমিতির পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধন বক্তব্য রাখেন, মৌচাক বাজার ব্যবসাী সমিতির সভাপতি মাসুদ রানা, আবুল কাশেম, মিথিলা আক্তার, শিউলি আক্তার, রিফাত হোসেন প্রমুখ।