বেতন বৃদ্ধি, চাকরী স্থায়ী করন, বিনা বেতনে ছুটি না দেয়াসহ ১৬ দফা দাবি বাস্তবায়নে ফের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কারল সুরিচালা এলাকায় বৃহস্পতিবার সকালে জেনারেল ফার্মাসটিক্যাল নামক ঔষুধ তৈরি কারখানায় কর্মবিরতি রেখে বিক্ষোভ করেছে কর্মরত শ্রমিকরা। এসময় সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে অবস্থান নেয়।
কারখানার শ্রমিকরা জানান, কারখানা কতৃপক্ষ প্রতিমাসেই দেরিতে বেতন পরিশোধ করে। এছাড়া ৫ মাস ধরে কোন অভারটাইম দেয়না। এদিকে চাকুরিতে যোগদানের তিন মাস তের দিনের মধ্যে চাকরী স্থায়ীকরনের কথা থাকলেও ৪/৫ বছর হয়ে গেলেও চাকরী স্থায়ীকরনের উদ্যোগ নেয় না। এছাড়া কেজুয়ালী শ্রমিকদের বেতন এমনিতেই কম বেতন বৃদ্ধির কথা থাকলেও বেতন না বাড়িয়ে বিনা বেতনে ১৫ দিন করে ছুটি নিতে বাধ্য করছে শ্রমিকদের। এসময় শ্রমিকরা বিনা বেতনে ছুটি না নিতে অশ্বিকার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিকরা জানান, আমাদের বেতন এমনিতেই অনেক কম তার মাঝে বিনা বেতনে ছুটি। বর্তমান যে বাজারে নিত্যপন্যের দাম দিগুন সেখানে সল্প বেতনে সংসার চালাতে হিমসিম খাচ্ছি। আমাদের বেতন বৃদ্ধি, চাকুরী স্থায়ীকরন ও নির্দিষ্ট সময় বেতন পরিশোধসহ ১৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
এ সময় শ্রমিকরা কারখানার মুল ফটকে ব্যানার ফেষ্টুনসহ বিক্ষোভ করে। এসময় কারখানার কতৃপক্ষের কোন সারা পাওয়া যায়নি। পরে দিনবর বিক্ষোভের পর বিকাল সাড়ে চারটার দিকে শ্রমিকদের সকল দাবি দাওয়া মেনে নেয়া হবে এই মর্মে কারখানা কতৃপক্ষ ঘোষনা দিলে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেয়। এসময় কারখানা কতৃপক্ষ সর্বনিম্ন ১৩০০০ টাকা বেতনের ঘোষনা দেন।
এ বিষয়ে কারখানার সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল ফারুখ মুটো ফোনে বলেন, শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়টি নিয়ে উর্ধ্বতন কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান করা হবে।