একদিন বিরতি দিয়ে ফের গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স নামক পোষাক তৈরি কারখানার কর্মরত শ্রমিকরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ওই কারখানার প্রায় পাচ শতাধিক শ্রমিক অবস্থান নেয়।এসময় মহাসড়কের দুই পাশেই প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হয়।
এতে করে ঢাকা হতে উত্তরবঙ্গের এ মহাসড়ক টি কার্যক্ষমতা অচল হয়ে পড়ে। সকালে আন্দোলন রত পোশাক কারখানার শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে,তারা বলেন, মাহমুদ জিন্স পোশাক কারখানার মালিক আমিনুল ইসলাম মুজিবর ও রাফি মাহমুদ গত ছয় মাসে তিন বার বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও মালিকপক্ষ বেতন প্রদান করেননি। চলতি মাসের ১০ তারিখেও বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও পরিশোধ না করে তালবাহানা করছেন এবং চলতি মাসে এ নিয়ে তিনবার আন্দোলন করলেন। এর আগে গত ২১ আগস্ট আবারো শ্রমিকগণ আন্দোলনে নামেন তখন সেনাবাহিনী এসে শ্রমিক ও মালিকপক্ষের সাথে কথা বলে গত ২২ আগস্ট বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধ করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।
মাহমুদ জিন্সে কর্মরত প্রকৌশলী সুমন জানান, মালিকপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও বেতনাদি পরিশোধ না করায় শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। বকেয়া বেতনের দাবিতে আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ। আমরা কোনরকম ভাঙচুর ও জ্বালাও পোড়াও এ বিশ্বাস করি না।
নাম প্রকাশ না করার শর্তে কয়কজন কারখানার শ্রমিক জানান, মালিকপক্ষ যখন তখন যাকে তাকে কারখানা থেকে ছাঁটাই করেন। শ্রমিকরা আরো বলেন, গত ২২ আগস্ট রাতে নাইট শিফটে কর্মরত সকল শ্রমিকদের রাত দশটার দিকে ছুটি দিয়ে গোপনে মালিকপক্ষ কারখানার ভিতরের মালামাল সরিয়ে নেওয়ার পাঁয়তারা করেন, শ্রমিকগণ টের পেয়ে মালামাল সরিয়ে নিতে বাধা দেন।
শুক্রবার আন্দোলন চলাকালীন অবস্থায় দুপুর বারোটার দিকে খবর আসে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, এ সংবাদ শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকগণ আরো বিক্ষুব্ধ হয়ে পড়েন। পরে শ্রমিকরা সকাল ৮ থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে এদিকে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ -২ কালিয়াকৈর জোন ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় কারখানা কতৃপক্ষের সাথে কথা বলেন শিল্প পুলিশ। আগামী রবিবার বকেয়া বেতন পরিশোধ করা হবে এই মর্মে মহাসড়ক থেকে সড়ে যায় বিক্ষোপ্ত শ্রমিকরা। পরে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, বকেয়া বেতনের দাবিতে ২১ আগষ্ট থেকে শ্রমিকরা আন্দোলন করে আসছে। শুক্রবার সকালে নয়টার দিকে মহাসড়কে অবরোধ করে শ্রমিকরা আন্দোলন করে। পরে কারখানার কতৃপক্ষের সাথে কথা হয়।রবিবার বকেয়া বেতন পরিশোধ করা হবে। পরে বিকাল সাড়ে তিনটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।