গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বুধবার সকালে ঢাকা টাঙ্গাইাল মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স পোষাক তৈরি কারখানার স্টাফ কর্মচারীরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে দূরপাল্লার ও সাধারন পথচারীরা।
কারখানার স্টাফ ও শিল্প পুলিশ সূত্র জানায় মাহমুদ জিন্স নামক পোষাক তৈরি কারখানায় কর্মরত স্টাফ কর্মচারীরা পর্যায়ক্রমে গত কারো তিন মাস কারো সাত মাস ধরে বেতন বন্ধ রয়েছে। বার বার কারখানা কতৃপক্ষকে বলার পড়েও বকেয়া পরিরেশাধ না করায় বাধ্যহয়ে কর্মরত স্টাফ ও কর্মচারীরা কর্মবিরতি রেখে বুধবার সকালে ১১ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছে।
এ সময় সহাসড়কের দুই পাশেই প্রায় ৫ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে উত্তরবঙ্গ মুখি দুরপাল্লার সহ সাধারন যাত্রীরা। পরে খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ কালিয়াকৈর জোন ঘটনাস্থলে এসে স্টাফদের সাথে কথা বলে বিকাল ৩ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ও মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করে।
গাজীপুর শিল্প পুলিশ কালিয়াকৈর জোনের ওসি নিতাই চন্দ্র সরকার বলেন, আমরা দুপুরে আন্দোলনের খবর পাই। পর ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিকাল তিনটার দিকে যানচলাচল স্বাভাবিক করা হয়।