গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় সোমবার সকালে ভূমিহীনদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে ওয়ামী ট্রাষ্টের ভাড়াটে লোকজন। এসময় বৈষম বিরোধী দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে দুইজনকে আটক করেছে। আহতরা হলেন উপজেলার সফিপুর র্পুবপাড়া এলাকার সাগর মিয়ার ছেলে ইমাম হাসান (২০), জাহাঙ্গীর আলমের ছেলে শাহলম হোসেন (৩২), সেলিম মিয়া (৩৮) ও বৈষম বিরোধী আন্দোলনের দুই শিক্ষার্থী বিএন সিসির ছাত্র সজিব আহম্মেদ ও জুবায়ের হাসান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা ও আহতদের পরিবার সূত্র জানায়, প্রায় ৫০ বছর ধরে সরকারী বনের জমিতে ভূমিহীন থাকায় জাহাঙ্গীর আলম ব্যাপারী, সাগর হোসেন, তমিজ উদ্দিন এরা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ওয়ামী ট্রাষ্টের একটি প্রতিষ্ঠান রয়েছে।এখানে একটি বহুতল মসজিদ নির্মান করেছে ওয়ামী ট্রাষ্ট। ওয়ামী ট্রাষ্টের ক্রয়কৃত জমি ব্যতিত ওই ভূমিহীনদের বাড়ি জোর জবরদস্তি উচ্ছেদ করে তাদের বসতকৃত জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন ওয়ামী ট্রাষ্ট।
গতকাল রবিবার রাতে সাড়ে এগারোটার দিকে ওয়ামী ট্রাষ্টের ভাড়াটে লোকজন দিয়ে রাতেই ভূমিহীনদের সকালের মধ্যে বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বলে অন্যথায় মারধরের হুমকি দিয়ে চলে আসে। এদিকে রবিবার সকাল এগারোটার দিকে ফের ওয়ামী ট্রাষ্টের ভাড়াটেরা দেশীয় অস্ত্র লাঠি সোঠা নিয়ে ওই ভূমিহীনদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এসময় বাধা দিতে গেলে ইমাম হাসান, শাহলম ও সেলিম আহত হয়। পরে ভাংচুর ও লুটপাট হচ্ছে এমন সংবাদ পেয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাফিকের দায়িত্বে থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী হামলাকারীদের বুঝাতে গেলে এসময় সজিব ও জুবায়ের আহত হয়। পরে শিক্ষার্থীরা ঘটনার বিষয়টি সেনাবাহিনীকে জানালে। সেনাবাহিনী ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া দিয়ে ঘটনার সাথে জরিত দুইজনকে আটক করে।
ভুক্তভোগী সাগর মিয়া বলেন, আমাদের জমি নেই বলে প্রায় ৫০ বছর ধরে সরকারী জমিতে ঘর তুলে বসবাস করে আসছি। দীর্ঘদিন ধরেই ওয়ামী ট্রাষ্টের লোকজন তাদের জমি দাবী করে আমাদের উচ্ছেদের হুমকি দিয়ে আসছে। রবিবার রাতেও আমাদেও বাড়ি ভাংচুর করে এবং সকালের মধ্যে চলে যেতে বলে। আমরা কোথায় যাবো আমদের তো বাড়িঘর নেই। আজকে সকালে ২০/২৫ জন অজ্ঞাতনামা লোকজন ওই ওয়ামী ট্রাষ্টের সমজিদ থেকে বের হয়ে দেশীয় অস্ত্র, রামদা লাঠি নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমরা বলেছি আপনাদের জমি মাপেন যদি আমাদের বাড়িঘর আপনাদের জমিতে পড়ে তাহলে স্বেচ্ছায় আমরা জমি খালি করে দিবো। তারা আমাদের কথা শুনেনি। আমাদের এখন নিরাপত্তা কোথায়। যাবার সময় বলে গেছে বাড়িতে আগুন ধরিয়ে দিবে।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী রাকিবুল হাসান রিফাত বলেন, আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন কালে খবর পাই মহাসড়কের পাশে বসতবাড়িতে হামলা চালাচ্ছে কেবা কারা পরে অন্যন্য শিক্ষার্থীদের দিয়ে ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যাবার সময় আমাদের দুই সহকর্মীকে কুপিয়ে আহত করে।