গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিক্ষার্থীদের হাতের ছোঁয়ায় রঙিন হচ্ছে রাজপথ। প্রতিটি দেয়ালে লিখন ও আলপনায় সাজিয়ে তোলা হয়েছে পুরো উপজেলা। উপজেলার প্রায় স্থানে মহাসড়কে শিক্ষার্থীদের রংতুলির আচরে আগের চেয়ে অনেকটা পাল্টে গেছে। চিরচেনা কালিয়াকৈর এখন অন্যরকম সৌন্দর্যে ফুটে উঠেছে।
পানি লাগবে পানি, পানি পানি… মীর মাহফুজুর রহমান মুগ্ধর এই মুখের কথাটিই আজ মুগ্ধ হয়ে আছে। আর আবু সাঈদ ছোট্ট লাঠি হাতে বুক পেতে উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড, চন্দ্রা ত্রীমোর এলাকা, সফিপুর বাজার, মৌচাক এলাকা রং তুলির ছোঁয়ায় দাঁড়িয়ে আছেন। আরো আছে বাংলাদেশের জাতীয় পতাকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার বিভিন্ন দৃশ্য, জাতীয় পাখি, দেশীয় সংস্কৃতির উপকরণ, আন্দোলনে প্রাণ বিসর্জন প্রদানকারিদের ছবি ও বিক্ষুব্দ শিক্ষার্থীদের বিভিন্ন ছবি অঙ্কন করেছে। বগুড়ার একদল শিক্ষার্থীরা এসবই মুগ্ধতায় এঁকে ইতিহাসের সাক্ষী রেখে গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষার্থীরা কালিয়াকৈর পৌর এলাকা পরিস্কার পরিচ্ছন্ন করতে দেয়াল চিত্র অংকন, পৌর এলাকাসহ বিভিন্ন মোড়, পাড়া মহল্লা পরিস্কার করে। লুট হওয়া বিপনী বিতান, ভেঙ্গে যাওয়া ভবনের কাঁচ, আগুনে পোড়া বগুড়া সদর থানা এলাকাও পরিস্কার করে। ঝাড়– হাতে, পানি হাতে নিয়ে শিক্ষার্থীরা দিনব্যাপী কাজ করে। অপর একদল শিক্ষার্থীরা রোদে পুড়ে ট্রাফিক এর দায়িত্ব তুলে নিয়েছে। এদিকে ট্রাফিক নিরাপত্তায় পুলিশ না থাকায় বেশ কয়েকদিন ধরে মহাসড়কে, বাজার মোর, আুঞ্চলিক সড়ক গুলিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।