গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া বাজার এলাকায় গত বুধবার (১১ জুলাই) রাতে চোর সন্দেহে চার যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
আটককৃত ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর পৌর ৪নং ওয়ার্ডের বক্তারপুর এলাকার শাজাহান মিয়ার ছেলে মিজানুর রহমান (২০), টাঙ্গাইলের বাসাইল উপজেলার ডাব নাজুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে তুষার আহম্মেদ (২০), সিরাজগঞ্জ সদর উপজেলার চর মাশা পাড়া এলাকার মানিক শেখের ছেলে তরিকুল ইসলাম (২১) ও টাংগাইল সদর উপজেলার ছিটকিবাড়ি গ্রামের মোতাহার হোসেনের ছেলে হৃদয় মিয়া (১৯)। পরে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরন করে কালিয়াকৈর থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে নয়টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের পাইকপাড়া বাজার এলাকায় আটককৃত ওই যুবকরা সন্দেহভাজন ভাবে ঘোরাফেরা করছিল। পরে এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তা গুলো অসামঞ্জস্যপূর্ণ উত্তর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাদের আটক করে।
এসময় এলাকাবাসী তাদেরকে গনধোলাই দিয়ে রশি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ গঠনাস্থল থেকে ওই চার যুবককে আটক করে কালিয়াকৈর থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরন করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, বুধবার রাতে ওই চার যুবক সন্দেহভাজন ভাবে পাইকপাড়া বাজারে ঘুরাফেরা করছিলো। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে জানালে। ওই চার যুবককে আটক করে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।