কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকা থেকে সোমবার(৮ জুলাই) তুরাগ নদীতে নৌ-পথে অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপ দমনে বিশেষ অভিযান চালিয়ে চার জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার মই হোসেনের ছেলে রুবেল, পলাশতলী এলাকার কাঞ্চনের ছেলে শাহাদাত , পলাশতলী এলাকার খোকন মিয়র ছেলে জুয়েল ও পলাশতলী এলাকার শহিদুল আলমের ছেলে আলামিন।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানায় , তুরাগ নদীতে ট্রলারযোগে নৌপথে একদল জুয়ারি চলন্ত ট্রলারে জুয় খেলতেছে এমন সংবাদ এর ভিত্তিতে গাজীপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন এর নেতৃত্বে থানার চৌকশ পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই চার জুয়ারীকে জুয়া খেলার বিভিন্ন আলামত সহ গ্রেফতার করা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) তরিকুল ইসলাম, উপ- পরিদর্শক মামুনুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজু, সুজিত কুমার মৃধা সহ কালিয়াকৈর থানার পুলিশ সদস্য ও প্রমুখ।
আটককৃতদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নিয়মিত মামলা রজুর প্রস্তুতি চলছে বলে জানান তদন্ত ওসি তরিকুল ইসলাম তিনি আরো বলেন নৌ পথে অপরাধ ও অসামাজিক র্কাযকলাপ বন্ধে নিয়মিত পুলিশ অভিযান অব্যহত থাকবে ।