কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে রবিবার বিকালে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবমুখর আনন্দঘন পরিবেশে পালন করা হয়েছে। এই সময় রথযাত্রা চাপাইর ইসকন মন্দির হতে বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে বাজারের কালি মন্দির পর্যন্ত রথ টানা হয়।
ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের দিনটি স্মরণীয় করে রাখার জন্য হিন্দুধর্মালম্বী ভক্তরা দিনটিকে উৎযাপন করে থাকে। দীর্ঘ বিরতীর পর ভগবান শ্রীকৃষ্ণ যখন অবিভাব হয় তৎকালীন হইতে রথযাত্রার প্রচলন শুরু হয়।
বিভিন্ন মন্দিরে বিভিন্ন উচ্চতার রথ তৈরি করা হয়। বাংলাদেশে বিশেষ করে ইসকন ফর সোসাইটি দিনটিকে বিশেষ ভাবে উৎযাপন করে। এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্যক্তিগতভাবে বা সর্বজনীন ভাবে রথযাত্রা উৎযাপন করে থাকে। বিভিন্ন বয়সী হিন্দুধর্মালম্বী ভক্তরা নারী, পুরুষ নির্বিষে এই উৎসবে সামিল হয় এবং তাদের মনের কামনা পুণ্যার্থে বিশেষ প্রার্থনা করে।
কালিয়াকৈরে ধূমধাম করে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। জগন্নাথ দেবের রথ যাত্রার পাহান্ডি আচার অনুষ্ঠান শুরু হয়েছে। রথযাত্রা হিন্দু ধর্মে বিশেষ ধর্মীয় উৎসবের মধ্যে একটি অন্যতম মহাউৎসব। রথের দড়ির টানে ও রথের চাকার ঘূর্ণনের সঙ্গে ভাগ্যের চাকা ধাবমান হোক সুখ শান্তি ও সমৃদ্ধি।
মহাপ্রভু জগন্নাথ সহায়। রথযাত্রার এই পবিত্র উৎসবে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রার আশীর্বাদে জীবনের সব বিপদ মুক্ত হোক। জগন্নাথ দেবের কৃপায় যেন সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তার আশীর্বাদ যেন নিরস্তর ঝরে পড়ে মানবজাতির ও পরমেশ্বর – ঈশ্বরের কাছে এই কামনা। এই অনুষ্ঠাটি যার প্রেরণায় হয়েছে ইসকন চাপাইর কালিয়াকৈর। রথযাত্রা অনুষ্ঠানের সভাপতি বিমল প্রভু ও সাধারণ সম্পাদক বাবু রাজিব সাহা। এছাড়া উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, চাপাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জান সেতু, গাজীপুর জেলা হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক এস পলাশ সরকার, কালিয়াকৈর উপজেলার বাংলাদেশের হিন্দু পরিষদের সভাপতি বাবু সুকুমল সাহা ও সাধারণ সম্পাদক বাবু পার্থ সরকার সহ শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজারী বৃন্দ সহ দর্শনার্থীরা।