গাজীপুরের কালিয়াকৈরে জহির উদ্দিন (৪৫) নামের এক অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গতকাল সন্ধ্যায় কালিয়াকৈর-ধামরাই সড়কের বড়দল এলাকায় ব্রীজের পাশের বিল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জহির উদ্দিন গাইবান্ধা জেলার সদর থানার বেড়াডাংগা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি টাংগাইলের মির্জাপুর থানার ক্যাডেট কলেজ এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
নিহত জহির উদ্দিনের বড় ভাই জহুরুল হক জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার সকালে অটো রিক্সা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি জহির উদ্দিন। পরবর্তীতে নিহত জহির উদ্দিনের স্ত্রী রোজিনা আক্তার মির্জাপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। নিহত জহির উদ্দিনের স্বজনদের ধারণা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই জহির উদ্দিনকে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান উকিল জানান, নিহত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে গতকাল সাতটার দিকে মরদেহটি উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে নিহতের স্বজনরা এসে মরদেহটি জহির উদ্দিনের বলে সনাক্ত করেন।
(এসআই) হাবিবুর রহমান উকিল আরও জানান, জহির উদ্দিনের মরদেহটি আগামী কাল সোমবার ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।