গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাতনামা (২৮) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০) সকালে উপজেলার চন্ডিতলা কান্দাপাড়া এলাকার কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়কের পাশে থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পড়নে ছিল মিষ্টি রং এর পলো সার্ট ও কালো জিন্সের প্যান্ট। এটা হত্যাকান্ড না সড়ক দুর্ঘটনা মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে ভোরে কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়কের চন্ডিতলা কান্দাপাড়া এলাকায় সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে থেকে ওই অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালিয়াকৈর থানার পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো সনাক্ত হয়নি। পরিচয় সনাক্ত করতে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় সনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন ।