কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে অসাধু দখলদারদের দখল হওয়া ৩ কোটি টাকা মূল্যের সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন। এসময় ওই জমিতে অবৈধভাবে গড়ে উঠা একটি কারখানার দখলে থাকা অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
বৃহস্পতি বার ( ১ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার মৌচাক ভান্নারা এলাকায় উপজেলা র্নিবাহী র্কমর্কতা হোসাইন মোহাম্মদ হাই জকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভুমি) কমিশনার অনিন্দ্য গুহ,উপজেলা বাস্তবায়ন র্কমর্কতা সারোয়ার আলম,বন বিভাগের র্কমর্কতারা ও সার্ভেয়ার সহ পুলিশ আনসার র্কমর্কতারা ।
প্রশাসন জানান, দীর্ঘদিন ধরে কৌশলে সরকারি ৬১ শতাংশ জমি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জমিটি উদ্ধার করে সীমানা খুঁটি, সাইনবোর্ড লাগ নো হয়।