কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে হতদরিদ্র শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন সাবেক ছাত্রনেতা ও পৌর মেয়র প্রার্থী হারন অর রশীদ সিকদার।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে কালিয়াকৈর পৌরসভার ৩, ৫ ও ৮ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্থ ২০০ পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সহ সভাপতি আনোয়ার মন্ডল, পৌর কৃষক লীগের সহ-সভাপতি বাচ্চু মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রিপন হোসাইন, আতিকুজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় হারুন অর রশিদ সিকদার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সারা দেশে বৈরি আবহাওয়ার কারণে প্রচন্ড শীত। আর এ শীতে কষ্ট পোহাতে হচ্ছে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের। অনেকেই আর্থিক সংকটের কারনে শীত বস্ত্র কিনতে পারছেন না। তাদের কষ্ট লাঘবের কারণে শীতার্থ পরিবারের পাশে দাঁড়াতেই এই ক্ষুদ্র আয়োজন। এছাড়াও শীতার্থদের পাশে সমাজের বিত্তবান দের পাশে দাড়াতে আহ্বান জানান।
তিনি আরো জানান সব সময় কালিয়াকৈর পৌরসভার সাধারন মানুষের পাশে থেকে তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রæতি ব্যক্ত করেন ।অপরদিকে আগামী পৌরসভা র্নিবাচনে মেয়র র্প্রাথী হিসেবে র্নিবাচন করবে বলে জানান ।