কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সেমিনার কক্ষে বুধবার(২৭ ডিসেম্বর) সকালে দ্বাদশ সংসদ নির্বাচন কে ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়াতে এবং ভয়-ভীতি দূর করণে পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের মাঝে এক মত বিনিময় সভা করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই সভাপতিত্বে ও সহকারী কমিশনার( ভূমি) অনিন্দ্য গুহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম, বিপিএম, জেলা নির্বাচন অফিসার কামরুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম। এসময় উপস্থিত সাধারণ ভোটারদের মধ্য হতে ভোট প্রদানে কোনরকম সমস্যা, অসুবিধা মনে হয় কিনা এরকম প্রস্তাবনা আহ্ধসঢ়;বান করা হয় । পরে উপস্থিত সাধারণ ভোটারগণ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, এবারের সংসদ নির্বাচন সম্পূর্ণ বাধা মুক্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
সুতরাং সকলকে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী কে ভোটাধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন ভোট কেন্দ্রে যাওয়া বা পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন রকমের কেউ ভয় ভীতি দেখালে সাথে সাথে তাকে আইনের আওতায় আনা হবে।
গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে উৎসবমুখর ভোট অনুষ্ঠানে করনীয় যা কিছু সম্ভব পুলিশের পক্ষ থেকে সব করা হবে। সেই সাথে মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি সহ কয়েক স্তরের নিরাপত্তা। সুতরাং সকলকে ৭ই জানুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানে আহ্ধসঢ়;বান জানান।