কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলাকায় খলিলুর রহমান সওদাগর হত্যাকান্ডের মুলহোতা লিয়াকত মন্ডল কে রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর অপরাধীকে ধরতে পুলিশ অভিযানে নামে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে টাঙ্গাইল থেকে তাকে আটক করে পুলিশ।
পরে গ্রেফতারকৃত লিয়াকত কে সোমবার(১১ ডিসেম্বর)দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (তদন্ত) সাব্বির রহমান বলেন হত্যাকান্ডের ঘটনার পর থেকেই অভিযুক্ত লিয়াকত পলাতক ছিলো। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে টাঙ্গাইল থেকে আটক করে আজ দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ গত শুক্রবার সন্ধ্যারাতে খলিলুর রহমান ডিউটি শেষ কাজ থেকে ফেরার পথে উপজেলার হাবিবপুর আজুলীপাড়া এলকায় আসলে আগে থেকে উৎপেতে থাকা লিয়াকত র্পূব শত্রুতার জেওে তাকে কুপিয়ে জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার র্কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ ঘটনার পর থেকইে অভিযুক্ত লিয়াকত আতœগোপনে ছিলেন ।